• February 19, 2025

খাগড়াছড়িতে মসজিদের ইমামদের নিয়ে কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি: যক্ষা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে খাগড়াছড়িতে মসজিদের ইমামদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার বিভিন্ন মসজিদের ত্রিশজন ইমাম অংশগ্রহণ করেন।

কর্মশালায় খাগড়াছড়ি নাটাবের সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে ডিপুটি সিভিল সার্জন ডা. মিঠন চাকমা, ডা. সঞ্জিব ত্রিপুরা, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু তাহের আনসারি বক্তব্য রাখেন।

এসময় যক্ষাসহ বিভিন্ন মরণ ব্যাধি ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি করতে খুতবায় আলোচনা রাখার আহ্বান জানান বক্তারা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post