• February 18, 2025

খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ী ইউপি কার্যালয়ের সামনে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোঃ শামীম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী চালক নিহত হয়েছে। বৃৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম মোটর সাইকেল চালিয়ে মাইসছড়ি যাওয়ার পথে হোটেল গ্রীণ স্টার সংলগ্ন গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছেলে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী যাত্রীবাহি (চট্টগ্রাম-জ-১১-০২৮৭) বাস মূখোমূখি সংর্ঘষ হয়। এতে মোটর সাইকেল চালক শামীম ঘটনাস্থলে নিহত হয়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার পুলিশ জানায়, নিহত শামীম খাগড়াছড়ি হাসপাতালে রয়েছে। ময়না তদন্ত ও প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্থান্তর করা হবে বলে জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post