খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বিএনপি
খাগড়াছড়ি প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বিএনপি। ২৪ নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।
জেলা শহরের কলা বাগান থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পথে দুইবার পুলিশের বাঁধার মুখে পড়ে। দফায় দফায় বাঁধা অতিক্রম করে দলটি স্মারকলিপি দেয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, কংচাইরী মারমা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের দফতর সম্পাদক বাপ্পি দাশ প্রমুখ।