এইচএসসি পরীক্ষার কারণে ৪র্থ ধাপের ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর

পাহাড়ের আলো: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘোষিত চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরে হচ্ছে না। উক্ত নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে আগামী ২৬ ডিসেম্বর। সূত্র জানায় আগামী ২৩ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা থাকার কারণেই ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করছে কমিশন।

২৩ নভেম্বর মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ন কবীর খোন্দকার।

আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর সকালে ও বিকালে পরীক্ষার সূচি রয়েছে। একই দিন চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন রেখেছে ইসি।

বিষয়টি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নজরে এলে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে কথা বলেন। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য সিইসিকে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। এরই পরিপ্রেক্ষিতে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Read Previous

রামগড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান

Read Next

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বিএনপি