গুইমারায় সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
বিএম.বাশার, গুইমারা: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
৯মে সোমবার দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তুষার আহম্মেদ গুইমারা বাজার এবং জালিয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। বোতলজাত সয়াবিন তেল কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে জালিয়াপাড়া বাজারের একজন ব্যাবসায়ীকে ৪০০০ টাকা ও গুইমারা বাজারের দুজন ব্যবসায়ীকে ৮০০০ টাকা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৩৭ ধারায় মোট ২০০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ তুষার আহম্মেদ বলেন, অনেক অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায়, অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।