রামগড়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২

 রামগড়ে  শুরু হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয়  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২
রামগড় প্রতিনিধি: রামগড় উপজেলায় আগামী ১২ মে থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এ প্রতিনিধিকে জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া অধিদপ্তরের সহযোগিতায়- খাগড়াছড়ি জেলা প্রশাসকের তত্ত্বাবধানে  এবং রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি আরো বলেন, আগামী ১২ মে বিকাল ৪টায় রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খেলার শুভ উদ্বোধনের মধ্যেদিয়ে ১৮ মে ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য- দেশের উদীয়মান খেলোয়াড়দের অনুপ্রেরণা প্রদান এবং  ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যেই তৃণমূল থেকে খেলোয়াড়দের নিয়ে ২০১৮ সাল থেকে প্রতিবছর এই আয়োজন করে আসছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post