• December 9, 2024

গুইমারা উপজেলায় জামায়াতের আমীর ডাক্তার রফিকুল ইসলাম’র শপথ

 গুইমারা উপজেলায় জামায়াতের আমীর ডাক্তার রফিকুল ইসলাম’র শপথ

গুইমারা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন ডা: মো: রফিকুল ইসলাম।

গত ১২ নভেম্বর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রোকনদের সরাসরি ভোটে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হন তিনি।

এদিকে ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব- নির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

এসময় অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সাজিদুর রহমান, অফিস ও বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, সমাজকল্যাণ সম্পাদক ডা: ওমর ফারুক, উপজেলা টিম সদস্য আমিনুল ইসলাম, আবুল হোসাইন বাবুসহ বিভিন্ন ইউনিট সভাপতি সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply