চাকরী স্থায়ীকরণ দাবীতে মানিকছড়িতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মানিকছড়ি প্রতিনিধি: চাকরী স্থায়ীকরণের দাবী জানিয়ে মানিকছড়িতে কর্মরত ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর দু’শতাধিক কর্মী মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে।
১৬ আগস্ট সকাল সাড়ে ৯টায় মানিকছড়ির খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতলায় উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ২০৪ জন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কর্মীরা তাদের চাকরী স্থায়ীকরণের দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কর্মীরা। উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ স্মারকলিপি গ্রহণ করেন এবং তা প্রধানমন্ত্রী বরাবর প্রেরণের ব্যবস্থা করবেন বলে ন্যাশনাল সার্ভিস কর্মীদের আশ্বস্থ করেন।
উল্লেখ্য যে, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির(৫ম) পর্বে মানিকছড়ি ২০৪জন যুবক-যুবতী উপজেলার বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্টানে কর্মরত রয়েছেন। তারা প্রতি মাসে ৬ হাজার টাকা হারে সম্মানি পাচ্ছেন।