• February 19, 2025

দীঘিনালায় পাহাড় কাঁটার অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

 দীঘিনালায় পাহাড় কাঁটার অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় কাঁটার অভিযোগে জমির মালিককে ১ লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১৪ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের মায়াফা পাড়া  ৯ নং ওয়ার্ডের বাসিন্দা কৃত্তি রজ্ঞন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে
অর্থদন্ড প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ। এ সময় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫ধারায় ১লক্ষ টাকা অর্থদন্ড করা করেন এবং নগদ আদায় করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে দীঘিনালা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, পাহাড় কাঁটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধ ভাবে পাহাড় কাটার অভিযোগ শিকার করায় জমির মালিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুয়ায়ী ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ইউএনও মোঃ মামুনুর রশীদ আরো বলেন, ‘অবৈধ ভাবে পাহাড় যদি কেউ কাঁটে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ভবিষ্যৎতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post