দীঘিনালায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে মারা যান। ঘটনাটি রবিবার রাতে উপজেলার মেরুং ইউনিয়নের মনেরমানুষ নামক এলাকায়।
তবে, আতঙ্কের কারণে নিহতের পরিবারের কেউ বিষয়টি নিয়ে মুখ না খোলায় ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
নিহত কৃপাধন চাকমা (৪২) উপজেলার মেরুং ইউনিয়নের সুশীল হেডম্যান পাড়ার বলরাম চাকমার ছেলে। তিনি মনেরমানুষ নামক বাজারে বিকাশ ও মোবাইল রিচার্জের ব্যবসা করতেন।
স্থানীয় ইউপি সদস্য শান্তি প্রিয় চাকমা জানান, রবিবার রাতে কৃপাধন দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। পথে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। এতে তার হাতে ও মাথায় মারাত্মক যখম হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে মারা যায়।
নিহতের ছোট ভাই এন্টিও চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কোন অভিযোগ নাই’। এর বাহিরে আর কোন কথা বলতেও রাজি হননি এন্টিও।
দীঘিনালা থানার অফিসারা ইনচার্জ মো. নুরুল হক জানান, সোমবার সকালে ঘটনা জানার পর নিহতের বাড়িতে পুলিশ গিয়েছে। সেখানে কোন লাশও পাওয়া যায়নি আর নিহতের পরিবারের পক্ষ্য থেকে তেমন কোন তথ্যও দেওয়া হয়নি। তাই প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কোন আঞ্চলিক সংগঠনের সাথে সম্পৃক্ততার বিরোধে এ হত্যাকান্ড। তবে, থানায় আভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।