দীঘিনালায় জেলা তথ্য অফিস কর্তৃক মহিলা সমাবেশ
মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বার্ষিক কর্ম- সম্পাদন চুক্তি (এপিএ) আলোকে উদ্বুদ্ধকরণ কার্যকমের আওতায় মহিলা সমাবেশ করা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস এর আয়োজনে ও দীঘিনালা উপজেলা প্রশাসনের সহযোগীতায় মহিলা সমাবেশের জেলা তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিজ. গোপাদেবী চাকমা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজ. অনুখা খীসা, বোয়ালখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ।
সরকারের প্রদত্ত নির্দেশনা মাদকের বিস্তারবোধ, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা, ইন্টারনেটের সৎব্যবহার, অনলাইনে ক্ষতিকর দিক, তথ্য অধিকার নিশ্চিত করণ, মানব পাচার, বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, অটিজম,
স্বাস্থ্য এবং সামাজিক ইস্যু সম্পর্কে জন- সচেতনা সম্পর্কে আলোচনা করেন অতিথিগন।
মহিলা সমাবেশে বিভিন্ন গ্রামের সচেতন মহিলাগন সহ জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।