দীঘিনালায় যুব রেড ক্রিসেন্ট উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মোঃ আল আমিন, দীঘিনালা: প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিট এর পক্ষ থেকে যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা ইউনিট শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বুধবার বিকালে দীঘিনালা উপজেলার যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা ইউনিটের অস্থায়ী কার্যালয় বোয়ালখালী ইউনিয়ন পরিষদের হলরুমে দরিদ্র পাহাড়ি-বাঙ্গালী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ কাশেম, বিশেষ অতিথি ছিলেন, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, যুব উপদেষ্টা সুমন চন্দ্রনাথ প্রবীর উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা ইউনিটের ভারপ্রাপ্ত যুব প্রধান সুজন চৌধুরী, উপযুব প্রধান মোঃ আল আমিন, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান রাফি পাটোয়ারী প্রমুখ।