• February 19, 2025

দীঘিনালায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

 দীঘিনালায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার দীঘিনালায উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৫ জানুয়ারি শুক্রবার সকালে দীঘিনালা সদর হতে দূর্গম নাড়াইছড়ি যাওয়ার পথে সোনা মিয়া টিলা নামক স্থানে মাহিন্দ্র উল্টে তারা আহত হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় রাস্তায় ১ জন মৃত্যুবরণ করে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়।

জানা যায়, নিহত ব্যক্তি উপজেলার নোয়াপাড়া কার্বারী টিলা গ্রামের স্মৃতিময় চাকমা।দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত: গতকাল ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) দীঘিনালা উপজেলার ৪ নং দীঘিনালা ইউনিয়নের বানছড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুলিন হেডম্যান কার্বারী পাড়ায় দীঘিনালা থেকে বাবুছড়াগামী একটি ইট ভর্তি ট্রাক্টর-চাপায় এক শিক্ষার্থী নিহত হয়। দিনের পর দিন সড়ক দূর্ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী৷

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post