Homeস্লাইড নিউজশিরোনাম

দীঘিনালায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার দীঘিনালায উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৫ জানুয়ারি শুক্রবার সকালে

ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মিছিল
ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহযোগীতা চাই
ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নুতন কুমার চাকমার নির্বাচনী ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার দীঘিনালায উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৫ জানুয়ারি শুক্রবার সকালে দীঘিনালা সদর হতে দূর্গম নাড়াইছড়ি যাওয়ার পথে সোনা মিয়া টিলা নামক স্থানে মাহিন্দ্র উল্টে তারা আহত হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় রাস্তায় ১ জন মৃত্যুবরণ করে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়।

জানা যায়, নিহত ব্যক্তি উপজেলার নোয়াপাড়া কার্বারী টিলা গ্রামের স্মৃতিময় চাকমা।দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত: গতকাল ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) দীঘিনালা উপজেলার ৪ নং দীঘিনালা ইউনিয়নের বানছড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুলিন হেডম্যান কার্বারী পাড়ায় দীঘিনালা থেকে বাবুছড়াগামী একটি ইট ভর্তি ট্রাক্টর-চাপায় এক শিক্ষার্থী নিহত হয়। দিনের পর দিন সড়ক দূর্ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী৷