• January 24, 2025

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি

 ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি

খাগড়াছড়ি প্রতিনিধি: তিন পার্বত্য জেলায় সম্প্রতি ধর্ষণ ও নারী নির্যাতনের বেশকয়েকটি ঘটনা ঘটেছে। এসবের প্রতিবাদে এবং জড়িতব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে খাগড়াছড়ি প্রেসক্লাবেরসামনে বুধবার সকালে মানববন্ধন হয়েছে। এতে বক্তারাবলেন, নারীর প্রতি সহিংসতার হার দিন দিন বেড়ে চলেছে।বিশেষত ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা প্রতিদিন চোখেপড়ছে। পরিবারের সদস্য, নিকটাত্মীয় দ্বারা নির্যাতনের ঘটনাওঅহরহ ঘটছে। নারী ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। কখনোকখনো নারীর প্রতি সংঘটিত নির্যাতনের দায়ভার নারীকেইনিতে হচ্ছে, দোষারোপ করা হচ্ছে তাদের।

গত মঙ্গলবার (১০মে) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক পর্যটন এলাকায় মোঃ রায়হান (২৭), পিতা- মোঃ হাসান কর্তৃক এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে সামাজিক বিচার করে ভিকটিমকে জরিমানা করারও অভিযোগ ওঠেছে।

গত বৃহস্পতিবার (১২মে) খাগড়াছড়ির রামগড়উপজেলাধীন থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরসহকারি শিক্ষক মোঃ বেলায়েত হোসেন (৪২) কর্তৃক ৫ম শ্রেণীরএক ত্রিপুরা ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দিয়েছে। ঘটনারপর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে।

গত শুক্রবার (১৩মে) রাতে খাগড়াছড়ি সদর শান্তিনগর এলাকায় বাড়ী থেকে অদূরে বাজার করতে আসা২৫বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।ধর্ষণের সময় ভিডিও ধারণ করে এবং মেয়েটিকে হুমকিও প্রদানকরে যাতে কাউকে না বলে। পরে মেয়েটি থানায় গিয়ে মোঃসোহেল মিয়া (২৯), পিতা: মোঃ রুস্তম আলী ও মোঃ আজিমউদ্দীন (২৯), পিতাঃ জমের উদ্দিন নাম উত্থাপন করে মামলাদায়ের করে। যার মামলা নং-০৮, ১৪/০৫/২০২২। মেয়েটিরকথার মতো পরে পুলিশ অভিযান চালিলে মোঃ সোহেল মিয়া(২৯ কে গ্রেফতার করে। তবে আরেকজনকে এখনো গ্রেফতার করতে পারিনি।

গত শনিবার (১৪মে) বান্দরবান জেলা সদরেফরহাদ চৌধুরী (২৯) নামে এক যুবক ঘরে ঢুকে জোরপূর্বকপ্রতিবন্ধী এক ত্রিপুরা নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্তফরহাদ চৌধুরী বান্দরবান সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডেরলেমুঝিরি পাড়ার বাসিন্দা।

গত রবিবার (১৫মে) রাঙ্গামাটি জেলা সদরেতবলছড়ি ওয়াপদা কলোনী এলাকায় মোঃ ফিরোজ (২৭) নামেএক যুবক ১৩বছর বয়সী প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চেষ্টাচালায়। পরে এলাকাবাসীরা টের পেয়ে ধর্ষণের চেষ্টাকারী মোঃফিরোজকে ধরে পুলিশে ধরা দেয়। পরে শিশুটির মা বাদী হয়েমামলা দায়ের করেন।

নারীদের নিয়ে গঠিত ‘উইমেন এক্টিভিস্ট ফোরামের আয়োজনেমানববন্ধনে এসব ঘটনাকে সামনে এনে বক্তারা বলেন,অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনতেহবে। নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের মতো জঘন্য সবকার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বিধানকরতে হবে।

বক্তারা আরও বলেন, নারীর সুরক্ষায় দেশে যে আইন বিদ্যমানআছে, সেসব আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। ফলেনির্যাতনকারীরা নির্যাতন করতে আর ভয় পায় না। আর ধরাপড়লেও আইনের ফাঁকফোকর গলে তারা পার পেয়ে যাচ্ছে।তবে সবচেয়ে বড় সমস্যা দেশের রক্ষণশীল সমাজের দৃষ্টিভঙ্গি, যা নারীর প্রতি নেতিবাচক ও তাদের ওপর সহিংসতার মাত্রাবাড়িয়ে দিয়েছে।

এমন পরিস্থিতিতে নীতিনির্ধারণের সর্বোচ্চ শক্তি কাজে লাগিয়েকয়েকজন অপরাধীর শাস্তি বিধান ও কার্যকর হলে চিত্রঅনেকটা পাল্টাবে বলে মনে করেন বক্তারা।

মানববন্ধনে উইমেন এক্টিভিস্ট ফোরামের সহ সদস্য-সচিবআঞ্জুমান আক্তার (প্রিয়া) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা। ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কেএমকেএস’র পিকিং বড়ুয়া। অনুষ্ঠানেআরও বক্তব্য দেন কেএমকেএস’র স্বপ্না চাকমা, বিএমএসসি’র জেলা কমিটির সাধারণ সম্পাদক সীমা মারমা প্রমুখ।

মানববন্ধন শেষে মিছিল আকারে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে তিন দফা দাবি করে উইমেন এক্টিভিস্ট ফোরামের আহবায়ক গৌরিমালা ত্রিপুরা ও সহঃ সদস্য সচিব আঞ্জুমান আক্তার (প্রিয়া) স্বাক্ষরে খাগড়াছড়ি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আবু সাঈদ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।দাবিগুলো হচ্ছে-

০১) অবিলম্বে যৌন হয়রানি ও জোরপূর্বক ধর্ষণের ঘটনায়জড়িত সকল দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের মাধ্যমেসর্বোচ্চ শাস্তি প্রদান করা; ০২) ধর্ষণ ও হত্যার শিকারপরিবারদ্বয়ের নিরাপত্তা নিশ্চিত করা; ০৩) এ ধরনের ঘটনাপুনরাবৃত্তি রোধ করার জন্য স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলারক্ষার দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষসমূহকে প্রয়োজনীয়নির্দেশনা প্রদান করা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post