• July 23, 2024

নতুন করে আরো একজন করোনা শনাক্ত, মানিকছড়ি ‘রেড জোন’ ঘোষণা

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: ‘করোনা ভাইরাসে’ মানিকছড়িতে আক্রান্ত সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ থেকে মানিকছড়ি উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১৫ জুন প্রকাশিত রির্পোট অনুযায়ী মানিকছড়িতে ‘করোনা’ পজিটভ শনাক্ত হয়েছে মোট ১৪জন। স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতি ১লক্ষ জনসংখ্যায় কমপক্ষে ১০জন ‘করোনা’য় আক্রান্ত হলে ওই জনপদকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়। যার কারণে ১৫ জুন প্রকাশিত স্বাস্থ্য রির্পোটে মানিকছড়িতে ‘করোনা’য় পজেটিভ আরো ১জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৪জনে।

যার ফলে ১৫ জুন দুপুর পৌনে ৩টায় জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ মানিকছড়ি উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকণল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post