Homeস্লাইড নিউজশিরোনাম

নাইক্ষ্যংছড়ি জোনের উদ্দোগে শীতবস্ত্র বিতরণ

পাহাড়ের আলো: নাইক্ষ্যংছড়ি জোনের উদ্দোগে গত ১৬ জানুয়ারি তারিখে নিকুছড়ি, চাকঢালা, আশারতলী, জারুলিয়াছড়ি, ফুলতলী, ভালুখাইয়া বিওপি এবং ছাগলখাইয়া সিআইও ক্যা

নাইক্ষ্যংছড়ির বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ’র ফলক উম্মোচন
নাইক্ষ্যংছড়িতে অপহরণের ২দিন পর মুক্তিপনে মুক্ত রাবার বাগান ম্যানেজার
নাইক্ষ্যংছড়িতে র‌্যাব’র অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

পাহাড়ের আলো: নাইক্ষ্যংছড়ি জোনের উদ্দোগে গত ১৬ জানুয়ারি তারিখে নিকুছড়ি, চাকঢালা, আশারতলী, জারুলিয়াছড়ি, ফুলতলী, ভালুখাইয়া বিওপি এবং ছাগলখাইয়া সিআইও ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও গরীব শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন। তারা দুস্থ ও শীতার্তদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

জোনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ধীরে ধীরে নাইক্ষংছড়ির সকল দুস্থ ও শীতার্তদের কাছে শীতবস্ত্র বিতরণ করা হবে।