• December 11, 2024

নির্বাচন পরবর্তী নানা বিষয় নিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে নির্বাচন পরবর্তী নানা বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলার মিল্লাত চত্তরে এ সমাবশের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

বক্তারা ‘পাতানো নির্বাচনের’ ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান। ‘ভোট ডাকাতির মাধ্যমে গঠিত সরকারের’ পতনের আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয় জেলা বিএনপির এ সভা থেকে।

সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়া ও জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরীসহ তৃণমূলের বিএনপির নেতৃবৃন্দ। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নেতাকর্মীদের উপর চলমান হামলা, মামলা, ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post