• December 10, 2024

পলাশ, তপন ও এল্টন চাকমার স্মরণে ঢাকায় “সংহতি সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন” আগামীকাল

ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ির স্বনির্ভরে নব্য রাজাকার সংস্কারবাদী জেএসএ (এমএন লারমা) ও নব্য মুখোশবাহিনী সন্ত্রাসীদের বর্বোরচিত ১৮ আগস্ট হামলায়  নিহত গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা শহীদ পলাশ চাকমা, তপন চাকমা ও এল্টন চাকমার স্মরণে আগামীকাল ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংহতি সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। সংহতি সমাবেশে বিভিন্ন ছাত্র-যুব-নারীসংগঠনসহ জাতীয় নের্তৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

উক্ত সভায় সকল পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সংবাদ কর্মী ও চিত্রগ্রাহক পাঠিয়ে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল সম্পাদকগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ঢাকা শাখা দপ্তর সম্পাদক তুলতুল চাকমা স্বাক্ষিিরত সংবাদ মাধমে পাঠানো এক প্রেসবার্তায় এ খবর জানানো হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post