পানছড়ির দমদমে নৌকার প্রচারণা ও যোগদান অনুষ্ঠান
মোফাজ্জল হোসেন ইলিয়াছ: ২৯৮নং খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার নৌকার প্রচারনা সভা পানছড়ির দমদম এলাকার তেতুলটিলা এলাকায় অনুষ্টিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দমদম এলাকাবাসী উদ্যেগে এ সভা অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোঃ খাগড়াছড়ি খোকন মিয়া এর পরিচালিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া। ৫নং দমদম ওয়ার্ডের সদস্য আঃ জব্বারের সভাপতিত্ব সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দেব, মুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ মনিরুজ্জামান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহজাহান কবির সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ আজিজ ভাণ্ডারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন প্রমুখ।
৩নং পানছড়ি সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ উবাইদুর রহমান আবাদ এর স্বাগত বক্তব্যে নির্বাচনী সভায় বক্তাগন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ তথা উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আমাদের মাঝে কোন বিভেদ নেই তাই ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা জয়ী করে আনবো। আলোচনা সভা শেষে ৬জন আওয়ামীলীগে যোগদান করেন।