পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সাথে টিএসএসফ পরিবারের মতবিনিময়
দহেন বিকাশ ত্রিপুরা: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি’র মহোদয়ের সাথে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) পরিবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সোমবার (১২অক্টোবর ২০২০খ্রি:) সকাল সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’ খাগড়াছড়ি জেলা কার্যালয়ে সৌজন্য সাৎক্ষাতের সময় চেয়ারম্যান মহোদয়কে উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করা হয় সংগঠনের সভাপতি প্রেম কুমার ত্রিপুরা ও সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা।
এসময় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি বর্তমান সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে, সংগঠনের সভাপতি বর্তমান সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে চেয়ারম্যানকে অবগত করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার ত্রিপুরা চেয়ারম্যান মহোদয়কে অতীতে যেভাবে সহযোগিতা করেছেন তা কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও সংগঠনের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা কামনা করেন। পরে টিএসএফ’ নেতৃবৃন্দের সাথে পরিচিত হয়ে অতীতের ন্যায় আগামীতেও সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।
এসময় বোর্ড কর্তৃক ‘টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’ প্রকল্প পরিচালক উপসচিব (সদস্য-অর্থ) (অতিরিক্ত দায়িত্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, বোর্ড’র জনসংযোগ কর্মকর্তা (উপসচিব) মংছেনলাইন রাখাইন, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার ত্রিপুরা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হৃদয় ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রদীপ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা, জেলা সদর শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক চনিতা ত্রিপুরা।