• December 12, 2024

পাহাড় নিয়ে ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমন করা হবে

স্টাফ রিপোর্টার: পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, সরকারও পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পাহাড়ে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সরকারকে সহযোগীতা করছে।

সকালে ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোনে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভায় এসব কথা বলেন, প্রধান অতিথি জোনাল সিকিউরিটি অফিসার মেজর মাজহারুল ইসলাম ভুইয়া। তিনি আরো বলেন, পাহাড় নিয়ে একটি আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের কঠোর হাতে দমন করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, পৌর মেয়র সামছুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন, ২২আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো: সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, উপজেলা যুবলীগ সভাপতি মো: রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার খায়রুল আলম সহ মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ন এলাকার বিভিন্ন পাড়া মহল্লার হেডম্যান-কারবারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post