• February 19, 2025

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের লক্ষ্য নিয়ে রামগড়ে উন্মুক্ত বৈঠক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: স্বাস্থ্য বিধি মেনে স্বাধীনতা সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ভিশন- ২০৪১ মোতাবেক তথ্য অফিস রামগড় কর্তৃক “গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রম” এর আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক ও আলোচনা সভা করা হয়েছে।এসময় বল্টুরামটিলাস্থ ত্রিপুরা যুব কল্যাণ সমিতির প্রশিক্ষণ রুমে বৃহঃবার দুপুরে গণযোগাযোগ অধিদপ্তরের  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী পরিচালক(মাঠ প্রচার) জনাব খালিদ বিন জামান উন্মুক্ত বৈঠকে ভিডিও কলে সংযুক্ত ছিলেন।
রামগড় তথ্য অফিসার মো: বেলায়ত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা চাঁন মিয়া, সংবাদকর্মী রতন বৈষ্ণব ত্রিপুরা। এতে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক,পাড়াকর্মী, এমএসভি কর্মীসহ গন্যমান্যব্যক্তিবর্গ । পরে  উপস্থিত সকলের মাঝে তথ্য অফিসের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন।
রামগড় তথ্য অফিসার বেলায়েত হোসেন এ প্রতিনিধিকে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ,করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা, মাস্ক পরিধান, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী বিষয়ে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকসহ চলচিত্র প্রদর্শনের মাধ্যমে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে কাজ চলমান রয়েছে বলে জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post