ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: ট্রাক আটক, জরিমানা

ফটিকছড়ি: ফটিকছড়ি ধুরুং খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ বালু ও বালুবাহী একটি ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত আটটার দিকে ফটিকছড়ি পৌরসভার চেঙ্গেরকুল এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
জানা যায়, খবর পেয়ে অনুমোদনহীন এবং ইজারা বহির্ভূত চেঙ্গেরকুল এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারের অপরাধে সাকিব হোসেন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। সে অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাকে। এসময় বালু পাচারকাজে ব্যবহত একটি ট্রাক এবং বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও সদর ভূমি অফিস কর্মকর্তারা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার(ভূমি) বলেন, অবৈধ বালু উত্তোলন করায় তাকে আটক করে জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।