• February 19, 2025

ফটিকছড়িতে বজ্রপাতে ২ মহিলা শ্রমিক নিহত, আহত ২

ফটিকছড়ি প্রতিনিধি: উপজেলার কাঞ্চননগর ইউপির ছমুরহাট বাজারের পাশ ৬ জুন বেলা দশটার দিকে বজ্রপাতে দুই মকিলা কৃষি শ মিক নিহত ও আপর দুজন আহত হয়েছে।

ছমুরহাট বাজার কমিটির সভাপতি মাওলানা আনিছুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, উক্ত চার মহিলা শ্রমিক বাজারে পাশে ধুরুং নদীর চড়ায় ক্ষেতে কাজ করছিল। এসময় বজ্রপাতে সকাল ১০টার দিকে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত এবং অপর দুজন আহত হয়।নিহতরা হচ্ছেন-ভানুমিত দাশ(৫২)ও লাকি রানী দাশ(৩৫) আহতরা হচ্ছেন-মালতী দাশ(৫০) ও শোভা রানী দাশ(৪৮)।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য। পাঠানো হয়েছে বলে জানাগেছে। এ চার মহিলার বাড়িই কাঞন নগর ইউপির মানিকপুর এলাকায় বলে জানা গেছে

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post