• June 23, 2025

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকান্ড ৬ বসতঘর পুড়ে ছাই

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দক্ষিণ সুয়াবিল এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ছয় বসত ঘর পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার ভোররাতে ফকির বাগিচা হযরত গোলাম হোসেন শাহ বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে স্থানীয় বাসিন্দা বদিউল আলম বাদশা, রমজান আলী, শাহাব উদ্দীন, হাসান উল্লাহ, আমান উল্লাহ, শহিদ উল্লাহ’র টিনের চালার ছয় বসতঘর আগুনে পুড়ে পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়। স্থানীয়রা ধারণা করছেন, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে উঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে আসে। হাতের কাছে পাওয়া পানি দিয়ে আগুন নিবারণের চেষ্টা চালায় স্থানীয়রা। খবর পেয়ে রাত আড়াইটার দিকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাজিরহাট পৌরসভার কাউন্সিলর হারুন জানান, অগ্নিকান্ডে হতদরিদ্র পরিবারগুলো একদম নি:স্ব হয়ে গেছে। আমরা তাদের সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ভাবে জানিয়েছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post