• December 1, 2024

ফটিকছড়ি ‘বখতপুর চেয়ারম্যান কাপ’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার ১৬নং বখতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাপ ফুটবল টুনামেন্ট ২০১৮ এর শুভ উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। ড. মুহাম্মদ এনামুল হক একাডেমী মাঠে টুনামের্ন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন।

খেলার উদ্ভোধক ছিলেন দায়রাবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক। বখতপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজামুল মালেকের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি ছিলেন ড. এনামুল হক একাডেমীর প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াছমিন, আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, তাজুল ইসলাম মিয়া, নিলয় গ্রুপের চেয়ারম্যান হোসেন উদ্দিন। বক্তব্য রাখেন মাস্টার ইছহাক দুলাল, ইউপি সদস্য মো. সাইফুদ্দিন, আবদুল কাদের, ওসমান গনি, সাজেদুল আলম ক্রীড়া সংগঠক কামাল হোসেন মিন্টু, জাহাংগীর আলম, জয়নাল লোকমন প্রমুখ।

উদ্বোধনী খেলায় বখতপুর ৭ নং ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে ৫ নং ওয়ার্ড। প্রধান অতিথি বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে যুব ও তরুন সমাজের মাঝে ক্রীড়া শিল্পকে ছড়িয়ে দিতে সচেতনতা সৃষ্টির লক্ষে এই টুনামেন্টের আয়োজন। উল্লেখ্য, শুক্রবার দ্বিতীয় খেলা প্রতিদ্বন্দ্বিতা করবেন ২নং ওয়ার্ড বনাম ৬নং ওয়ার্ড ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post