• April 29, 2025

ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

 ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

মো: আল আমিন, দীঘিনালা।

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুর ০২টায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ গেইট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের মেইন সড়ক প্রদক্ষিন করে উপজেলার কলেজ গেইট সংলগ্ন হলুদ চত্বরে এসে সমাবেশ করে বিক্ষোভকারীরা।

জুমার নামাজের পর থেকে উপজেলার বোয়ালখালী বাজার জামে মসজিদ, বাস স্টেশন জামে মসজিদ সহ বেশ কয়েকটি মসজিদের সাধারণ মুসল্লীরা এতে অংশ নেয়।

এ সময় আল-আমিন যুব কাফেলা, ইসলামী ছাত্রআন্দোলন বাংলাদেশের দীঘিনালা শাখা ও আল-ফালাহ ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলের পর সমাবেশে বক্তব্যদেন দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামালুল হাসান জামিল, বাস স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ।

বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলি হামলা এবং ভারতের বিভিন্ন স্থানে মুসলিম নিপীড়ন মানবতার বিরোধী অপরাধ। মুসলিম উপর জুলুম বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।’

এ সময় বক্তারা মুসলিম বিশ্বকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের দাবি করেন। সমাবেশ শেষে ফিলিস্তিনসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামালুল হাসান জামিল।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post