• July 14, 2024

বঙ্গবন্ধু‘র জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্যসেবা দিলো সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি: মানুষের যতগুলো মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে চিকিৎসা অন্যতম। মানবিক সেবার সহায়তার হাত বাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলার সদরে বড়পাড়া এলাকায় গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্যসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার দিন ব্যাপি খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ও খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় বর্তমান করোনা পরিস্থিতিতে সেনাবাহিনী সেবামূলক কাজ করেছে।

বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন বয়সী প্রসূতি ও গাইনী রোগীদের মধ্যে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করেন ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর গাইনী বিশেষজ্ঞ মেজর উম্মে হাবিবা।

এ সময় ২২ বীর খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ জাহিদুল ইসলাম পিএসসি বলেন, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে।

আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post