বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে কতিপয় দুস্কতিকারী কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় মানববন্ধন করেছে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ১২ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী মানববন্ধনে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, দুস্কৃতিকারীরা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙনের মধ্য দিয়ে সংবিধানের ধারা লংঘন করেছে। অবিলম্বে দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনতে হবে।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন, থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবিরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।