• February 19, 2025

বাড়ি ফেরার পথে উপজাতি সন্ত্রাসী’র হামলায় আহত ৩

 বাড়ি ফেরার পথে উপজাতি সন্ত্রাসী’র হামলায় আহত ৩

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:349425,”total_draw_actions”:14,”layers_used”:2,”brushes_used”:3,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“motion”:1,”transform”:1,”draw”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

খাগড়াছড়ি প্রতিনিধি: পানছড়ি- খাগড়াছড়ি সড়কের লতিবান প্রিন্সিপাল পাড়া সংলগ্ন এলাকায়  উপজাতি সন্ত্রাসী কর্তৃক তিন বাঙ্গালীকে মারধোর করে টাকা – মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।
১৭ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে বলে ভুক্ত ভোগীরা জানায়।
আহত ব্যক্তিরা পানছড়ি উপজেলার দমদম গ্রামের মোহাম্মদ আজাদ হোসেন বাবু (২২),কলোনি পাড়ার মোঃ সোহাগ (২৩) ও মধ্যনগরের আব্দুর রহিম (২৪)। এদের মধ্যে মোহাম্মদ আজাদ হোসেন বাবু-র অবস্থা আশংকাজনক।
ভুক্তভোগী আহত আব্দুর রহিম জানায়, খাগড়াছড়ি থেকে পানছড়ি মোটর সাইকেলে তিনজন একসাথে বাড়ী ফিরার পথে লতিবান প্রিন্সিপাল পাড়া সংলগ্ন এলাকায়  উপজাতি সন্ত্রাসীরা তাদের সিগন্যাল দিয়ে থামায়। প্রথমে  পরিচয় জানতে চেয়ে এনআইডি কার্ড বের করতে বলে। আইডি কার্ড দেখাতে দেখাতে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয় ও তাদের মারতে থাকে। সেখান থেকে একজন পালিয়ে গিয়ে থানায় খবর দেয়। বাকী দুইজন আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে।
উদ্ধারকারী পানছড়ি থানার এস আই মোঃ আব্দুল আওয়াল জানান, ঘটনার খবর পেয়েই তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করি। ঘটনাস্থলে গিয়ে আক্রমনকারীদের কাউকে পাই নাই।
আক্রমনের শিকার আহতরা জানায় তাদেরকে উপজাতীয় কিছু লোক আটকিয়ে মারধোর করে মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। পরবর্তী অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক বিদর্শী চাকমা বলেন, আহতদের মধ্যে ১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, অন্য দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় জনগণ জানান, প্রশাসনের তৎপরতা আরো বাড়াতে হবে না হলে আমাদের চলাচলে নিরাপত্তার বিঘ্ন ঘটবে। এ নিয়ে এলাকার মানুষ রাতে চলাচলে এক প্রকার আতংক বিরাজ করছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post