• January 18, 2025

মহানবী (সা.)কে কটূক্তি করার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিল

 মহানবী (সা.)কে কটূক্তি করার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: ভারতের বিজেপির ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মা ও তার সহকর্মী নবীন কুমার জিন্দালি মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে অবমাননা ও মুসলমানদের ধর্ম নিয়ে বাঁজে মন্তব্য করার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাহওহিদি জনতা।

“রাসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক রাসুলের দূষমন” এ শ্লোগানে শুক্রবার (১০ই জুন) জুমার নামাজের পর বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাহওহিদি জনতা ব‍্যানারে, ধর্মপ্রাণ মুসলমান জনতার অংশ গ্রহণ থানা মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়, এসময় বিভিন্ন মসজিদের মুসল্লিরা মিছিলে যোগদান করেন।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। ইমাম মাওলানা আনোয়ার উল্লাহ মিছিলে নেতৃত্ব দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post