• April 29, 2025

মহান স্বাধীনতা দিবসে পানছড়ি সাবজোনের জনকল্যাণমূলক নানা কর্মসূচি

 মহান স্বাধীনতা দিবসে পানছড়ি সাবজোনের জনকল্যাণমূলক নানা কর্মসূচি

রায়হান আহমেদ পানছড়ি:-

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোন এলাকায় স্বাধীনতা দিবসে নানা জনকল্যাণমূলক কর্মসূচি পালন করেছেন সেনাবাহিনী।

২৬ মার্চ(বুধবার) বিকাল চারটার দিকে পানছড়ি সাবজোনে ৩০ বীর খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল খাদেমুল ইসলাম, পিএসসি  উপস্থিত হয়ে বিভিন্ন এলাকার কারবাড়ি, গণ্যমান্য ও চেয়ারম্যান নিয়ে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভা শেষে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,উপজাতিদের ধর্মীয় উপাসনালয় পানির ব্যবস্থার জন্য মটর ও ফাইভ বিতরণ, দরিদ্র পরিবারের জন্য ডেউটিন এবং হতদরিদ্রদের মাঝে ইফতারও ঈদ সামগ্রী বিতরণ করেন।


এছাড়াও পানছড়ি সাবজোনের আওতাধীন মোহাম্মদপুর জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মোঃ রিফাত হোসাইন, পিএসসি ও লেঃ মাহদী।

অনুষ্ঠান শেষে ৩০ বীর খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল খাদেমুল ইসলাম, পিএসসি বলেন সেনাবাহিনী বিশেষ কোনো গুষ্টির জন্য নয় সেনাবাহিনী বাংলাদেশের সকলের নাগরিকের জন্য। আমরা পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষেরা একসাথে মিলেমিশে কাজ করতে চাই। পার্বত্য অঞ্চলের সন্ত্রাস দমনের পাশাপাশি এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post