• February 13, 2025

মহালছড়িতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: মহালছড়ির লেমুছড়িতে মাইক্রোবাসের ধাক্কায় সুগত চাকমা (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ২১জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুগত চাকমা ব্র্যাকের একজন কর্মী। তার বাড়ি জেলার পানছড়ির মাইচ্ছাছড়া এলাকায়।

স্থানীয়রা জানান, সকালে খাগড়াছড়ি আসার পথে লেমুছড়ি নামক এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সুগত চাকমা গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহালছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুসাইন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post