• December 1, 2024

মাইজভাণ্ডার শরীফে বিনামূল্যে চিকিৎসা সেবা

ফটিকছড়ি প্রতিনিধি: গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রপৌত্র,অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী কর্তৃক মনোনীত চার্জ মোন্তাজেমে দরবারে গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ১৩ তম বেছাল বার্ষিকী স্মরণে আর্ত মানবতার সেবায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় রোটারী ক্লাব অব চিটাগাং আপটাউন, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ও পাহাড়তলী চক্ষু হাসপাতালের সহযোগীতায় মাইজভাণ্ডার শরীফস্থ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে গতকাল সকাল ৯টা হতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষধ সামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

দিনব্যাপি কার্যক্রমে ২০জন চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ১৫০০ এর অধিক রোগীদের মেডিসিন,হৃদ রোগ,দন্তরোগ,শিশুরোগ,ডায়াবেটি ক নির্ণয়, স্ত্রী ও প্রসুতি এবং চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। বৃহৎ এ কার্যক্রমের উদ্ভোধন করেন মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম,জিম্মাদার,সাজ্জাদা নশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (মঃ) ও আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (মঃ) এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত কার্যক্রমের সভাপতি আলহাজ্ব কাজী জানে আলম বাবুল,সচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল,মোহাম্মদ হাসান,লালন ওসমান,মোবারক হোসেন প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post