• February 9, 2025

মাটিরাঙ্গা জোন সদরে নিরাপত্তা সভায় নগদ অর্থ কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ দরিদ্রদের মাঝে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন সদরে নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার। অন্যান্যের মধ্যে নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল মহসীন হাসান, গুইমারা উপজেলা চেয়ারম্যান উষ্যেপ্রু মারমা, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব, মেয়র মোঃ শামসুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী প্রমুখ।

প্রধান অতিথি করোনা মহামারীতে সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি আত্ম সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এধারা অব্যহত থাকবে। পরে আত্ম সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ব্যক্তিকে সেলাই মেশিন, কম্পিউটার, নগদ আর্থিক অনুদান সহ খেলার সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post