মাটিরাঙ্গা মহোৎসব উদযাপন কমিটি গঠন
মাটিরাঙ্গা প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে বাৎসরিক মহোৎসব উদযাপন করার লক্ষে সনাতনী সম্প্রদায়ের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দির পরিচালনা পর্ষদ‘র সভাপতি ব্রজলাল দে‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পর্ষদ‘র সাধারণ সম্পাদক স্বপন কান্তি পাল।
সভায় সকল সনাতনী সম্প্রদায়ের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে আগামী ২৪ ও ২৫ মার্চ ২০১৯ খ্রিষ্টাব্দে “অষ্টপ্রহর ব্যপী” বাৎসরিক মহোৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা বাবুল চন্দ্র বণিক‘কে সভাপতি ও মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি প্রশান্ত কুমার সাহা‘কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি মহোৎসব উদযাপন কমিটির গঠন করা হয়।