• January 16, 2025

মানিকছছড়িতে পালিত হয়েছে জাতীয় ইঁদুর নিধন অভিযান

 মানিকছছড়িতে পালিত হয়েছে জাতীয় ইঁদুর নিধন অভিযান

মিন্টু মারমা. মানিকছড়ি: “জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে ” এ প্রতিপাদ্য নিয়ে মানিকছড়িতে পালিত হলো জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১। ১৮ অক্টোবর সোমবার সকাল ১১ টায় মানিকছড়ির ডলু বিপি পাড়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ফরিদের সঞ্চানলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন,সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাউসার আফরাদ, উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমা প্রসাদ বড়ুয়া,অঞ্জন কুমার নাথ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত প্রমূখ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পক্ষে ইঁদুরের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, ইঁদুরকে জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইঁদুর বছরে মানুষের ফসল, কাগজ কাপড়, বাঁধসহ প্রায় ৩০ কোটি টাকা নষ্ট করে।

এসময় ইঁদুর মারার ভালো উপায় লেনিরেট বা ক্লেরেট বিষ প্রয়োগ করার কথা বলেন। প্রধান অতিথি বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, নিজেদের ও দেশের সম্পদ রক্ষার্থে সমগ্র জায়গায় সমভাবে জনসচেতনতা ও একযোগে ইঁদুর মারতে হবে। উল্লেখ্য, ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইঁদুর নিধন অভিযান ২০২১ চলমান থাকবে। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে ইঁদুর মারার বিষ রেটোলিন বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post