মানিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মানিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: মানিকছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৪০০ পিচ ইয়াবা,২০০গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার রাত

মাটিরাঙ্গা মহিলা কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মেয়র শামছুল হক’র
খাগড়াছড়িতে আমন চাষে ব্যস্ত কৃষকেরা
রামগড়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: মানিকছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৪০০ পিচ ইয়াবা,২০০গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শুক্রবার রাত ৮টায় উপজেলার বাটনাতলী সেনা ক্যাম্প ও মানিকছড়ি থানা পুলিশের একটি যৌথ টহল গোপন সংবাদে উপজেলার বাঞ্চারামপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও নগদ ১৫০৫২ টাকাসহ মাদক ব্যবসায়িক মো.সাদ্দাম হোসেন(৩২), পিতা. মো.আব্দুল জলিল,গ্রামঃ বাঞ্চারাম পাড়া, পো+ থানাঃ মানিকছড়ি, জেলাঃ খাগড়াছড়িকে আটক করা হয়েছে। পরে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রুব্য আইনে মামলা রুজু করেছে পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা,গাঁজাসহ যে কোন মাদক ব্যবসায়ী বা সেবীর বিরুদ্ধে যৌথ বাহিনীর সর্তক রয়েছে।