• January 24, 2025

মানিকছড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা

 মানিকছড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড গাড়ীটানা গরমছড়ি জীবন মালা ত্রিপুরা (১৮)কে দাড়ালো অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত জীবন মালা ত্রিপুরা মৃত রশিরাম ত্রিপুরার ছোট মেয়ে। রোববার ১৭জুলাই সকাল ১১টার দিকে এই ঘটনা-ঘটায় প্রতিবেশি ভুদতি ত্রিপুরা (৩০)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে ভুদতি ত্রিপুরা, জীবন মালা ত্রিপুরাকে ডেকে নিয়ে এলোপাতারি কুপিয়ে তহ্যা করে। এক পর্যায়ে নিহত জীবন মালা ত্রিপুরাকে জঙ্গলে কাঠাল গাছের নিছে মাটিতে পুতে রাখে।

ভুদতি ত্রিপুরা একই এলাকার বদিচন্দ্র ত্রিপুরা বড় মেয়ে তাহার স্বামী- পুর্ণকুমার ত্রিপুরা। পুলিশ খবর পেয়ে বিকাল ৪ টায় পুতেরাখা নিহত জীবন মালা ত্রিপুরা লাশ উদ্ধার করে।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ নুর আলম ঘটনার সত্যতা শিকার করে বলেন নিহত জীবন মালা(১৮) ত্রিপুরা লাশ উদ্ধার করে মানিকছড়ি থানায় আনাহয়। ঘটনার সাথে জড়িত ভুদতি ত্রিপুরাকে আটক করা হয়। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post