খাগড়াছড়ির মানিকছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ও লেভেল বিহীন দুগ্ধজাত পণ্য বাজারজাতকরণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় মেসার্স বিসমিল্লাহ্ সুপার শপ নামক একটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট সৈয়দ সাফকাত আলী বাজার মনিটরিংকালে মেসার্স বিসমিল্লাহ সুপার শপে উক্ত জরিমানাসহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন।