• February 19, 2025

মানিকছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের কাউন্সিল ও আলোচনা সভা

 মানিকছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের কাউন্সিল ও আলোচনা সভা

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে উষাজাই মারমাকে সভাপতি, উসাপ্রু মারমাকে সাধারণ সম্পাদক ও উগ্যাজাই মারমা মারমা সূর্য্যকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় মানিকছড়ি উপজেলা টাউনহলে সংগঠনের খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির সভাপতি চরাচাই মারমার সঞ্চালনায় ও জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগের সভাপতিত্বে কাউন্সিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মীর হোসেন, মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির উপদেষ্টা অংশি মারমা, বিশিষ্ট লেখক ও গবেষক মংশি মারমা, মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ক্যজরী মারমা, রুনেল মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উপজেলা সভাপতি আপ্রুসি মগ, নারী সভানেত্রী ওয়াবাই মারমা, নারী নেত্রী ক্রাপ্রু মারমা ও ববি মারমা প্রমূখ।

আলোচনা শেষে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ। পরে নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ শেষে শপথ বাক্য পাঠ করান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post