• February 19, 2025

মানিকছড়িতে যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

 মানিকছড়িতে যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার:  খাগড়াছড়ির মানিকছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অপ্রুচাই মারমা (৩০) নামের এক কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টরকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার গরমছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলা সদর ময়ূরখীল এলাকার মংপ্রু মারমার ছেলে।

পুলিশ জানায়, আকটকৃত ব্যক্তি বেশ কিছুদিন ধরে উপজেলার গরমছড়ি এলাকায় কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর পরিচয়ে সেখানে অবস্থান নিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অপ্রুচাই মারমা নামের এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড অ্যামো, একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি কথিত মগ লিবারেশন পার্টির সদস্য বলে পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post