Homeস্লাইড নিউজশিরোনাম

মানিকছড়িতে আনসারের উদ্যোগে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার: বৈশ্বিক মহামারী ‘করোনা’ মোকাবিলায় সরকারি বিধি-নিষেধে গৃহবন্দি শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্যসংকটে ভুগছে। ফলে মানিকছড়ি উপজেলায় ৫ আনস

পুলিশের বাঁধার মধ্য দিয়ে গুইমারা উপজেলা যুবদলের শোক র‌্যালি
খাগড়াছড়িতে মাদকবিরোধী আলোচনা ও কনসার্ট
খাগড়াছড়ির পেরাছড়ায় আওয়ামীলীগের সমাবেশ

স্টাফ রিপোর্টার: বৈশ্বিক মহামারী ‘করোনা’ মোকাবিলায় সরকারি বিধি-নিষেধে গৃহবন্দি শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্যসংকটে ভুগছে। ফলে মানিকছড়ি উপজেলায় ৫ আনসার ব্যাটালিয়নের পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে এসব গৃহবন্দি শ্রমজীবী মানুষের মাঝে ত্রান-সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গচ্ছাবিল ৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. কামরুজ্জামান (রাশেদ) উপস্থিত থেকে এলাকায় শতাধিক গরীব-দুঃখী শ্রমজীবী, কৃষিজীবী যারা এ মূহূর্ত্বে কর্মহীন হয়ে গৃহবন্দি জীবন-যাপন করছেন তাদের মধ্যে ১শত ১৫ পরিবারে চাল, ডাল, তেল, ছোলা, চিড়া.আলুসহ ত্রান-সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন।

বিতরণকালে অধিনায়কের সঙ্গে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মো. মোশারফ হোসেন ও আনসার সদস্যরা।

বিতরণ কালে অধিনায়ক মো. কামরুজ্জামান (রাশেদ) জানান, যে কোন দূর্যোগে ৫ আনসার ব্যাটালিয়নের সদস্যরা অতীতের ন্যায় জনগণের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত রয়েছে।

আসন্ন মাহে রমজানের দরিদ্র জনগোষ্টির জন্য ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে বলে আশ্বস্থ করেন অধিনায়ক মো. কামরুজ্জামান (রাশেদ)।