• July 9, 2025

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার: মানিকছড়ি উপজেলায় পিছলাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। জানা যায়, মোটরসাইকেল আরোহীকে পিকাপ চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থেকে মোঃ মন্জুরুল ইসলাম (২২)কে মানিকছড়ি উপজেলা হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত ডাঃ মহিউদ্দিন মৃত ঘোষণা করে।
জানা যায়, নিহত ব্যক্তি মো: আবুল হোসেনের ছেলে, মোঃ মন্জুরুল,বাড়ী ফটিকছড়ি ভুজপুর, গ্রাম-শান্তির হাট,ইউনিয়ন ভুজপুর, থানা- ভুজপুর।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন সাংবাদিকদের জানান, ২০মে  বুধবার বিকাল ৫টার দিকে মানিকছড়ি বাজারের দিক থেকে হাতিমুড়া যাওয়ার সময় মোটরসাইকেল যাত্রীকে পিছলাতলায় এলাকায় জালিয়াপাড়া হতে আসা একটি পিকআপ মোটরসাইকেল আরহীকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে আহত অবস্থা হাসপাতাল আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গাড়ী ও ড্রইভার আটক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post