• December 13, 2024

মানিকছড়ি থানা পুলিশের সহায়তায় কর্ণেল বাগান থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি থানাধীন কর্ণেল বাগান নামক এলাকা থেকে গত ৩০শে অক্টোবর রাত ৯টার দিকে মানিকছড়ি বাজারের চার ব্যবসায়ী বাড়ি ফেরার পথে গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা, একটি পালসার মোটর সাইকেল ও ৫ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দূস্কৃতিকারীরা।
ঘটনার সাথে সাথে মানিকছড়ি থানা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনাস্থলের আশে-পাশে রাতভর অভিযান চালিয়ে খেলনা পিস্তলসহ তাৎক্ষণিক ২ সন্দেহভাজনকে আটক করেন। পরের দিন ভূক্তভোগী চার ব্যবসায়ী মানিকছড়ি থানায় ৩৯৪ ধারায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেন (যার নং-০৩)। আর এ মামলার দায়িত্বভার দেয়া হয় এসআই (নি:) আক্কাস আলীকে। এর পর হতে ওসি তদন্ত মো. আমজাদ হোসেন, এএসআই মিশন চৌধুরী ও এএসআই মাহবুব হাসান সম্পৃক্ত হয়ে ছিনতাইকৃত মালামাল উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা শুরু করেন।
ঘটনার তিন সপ্তাহের মধ্যে মানিকছড়ি থানা পুলিশের চৌকস অফিসারদের সাহসিকতা ও দূরদর্শিতায় ছিনতাই ঘটনায় জড়িত দুই আসামী থুইসাচিং মারমা (১৯) ও মো. ফয়সাল আহম্মেদ (২৪) কে গতকাল বুধবার (১৮ নভেম্বর) আটক করা হয় এবং তাদের স্কীকারোক্তিতে লুন্ঠিত মোটরসাইকেল চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন বৃন্দাবন থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে মানিকছড়ি থানা পুলিশ।
আটক ছিনতাইকারী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আক্কাছ আলী।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, ঘটনার পর পরই অভিজ্ঞ তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে যৌথ টিম গঠন করি এবং তাদের তৎপরতায় ছিনতাইকৃত মোটর সাইকেলটি উদ্ধার এবং ঘটনায় সরাসরি জড়িত ২জনকে আটক করতে সক্ষম হয়েছি। আশা করছি ছিনতায়ের সাথে জড়িত সবাইকে আটক করতে সক্ষম হবো।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post