শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া পোমরা হাজী পাড়া সড়ক ও চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা মহাজন ভট্টল এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হ
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া পোমরা হাজী পাড়া সড়ক ও চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা মহাজন ভট্টল এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। গতকাল শনিবার পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, গত শুক্রবার দুপুরে পোমরা ইউনিয়নের হাজীপাড়া সড়কে মোটরসাইকেল চালিয়ে গোচরা বাজারে যাওয়ার পথে বিপরীত থেকে আসা অপর মোটর সাইকেলকে পাশ কাটতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে মো. ইসমাঈল হোসেন (৩২), মো. ফারুক (৩৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা এলাকাবাসী আহতদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসমাঈলকে মৃত ঘোষণা করে। অবস্থা গুরুতর হওয়ায় মো. ফারুককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অপরদিকে শুক্রবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা মহাজন ভট্টল এলাকায় মোটরসাইকেল যোগে লিচুবাগান থেকে রাউজান পাহাড়তলী যাওয়ার পথে ঘন কুয়াশায় কারনে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে মো. জাহাঙ্গীর আলম (৩৬), মো. নাহিদ হোসেন (৩৫) গুরুতর আহত হন। মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জাহাঙ্গীর প্রাণ হারায়। অপর আরোহী নাহিদ পায়ে আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত জাহাঙ্গীর আলম রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী রহিম বক্সের বাড়ির মৃত শাহ আলমের পুত্র। অপর আরোহী একই উপজেলার পাহাড়তলী ইউনিয়নের উনসত্তরপাড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মো. হানিফ পুত্র মো. নাহিদ হোসেন। সে ইউনিয়ন যুবলীগের সভাপতি।