• December 12, 2024

রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: আগামী ১৮ মার্চ রাঙ্গুনিয়া উপজেলা পরিাষদ নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনকে ঘিরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় ভাইচ চেয়ারম্যান প্রার্থীদের ব্যানার-পোষ্টারে ছেঁয়ে গেছে পুরো এলাকা। প্রার্থীরা গ্রামে গঞ্জে সর্বত্র চষে বেড়াচ্ছেন। এককথায় নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। বিরামহীন ভোটারদের দুয়ারে দুয়ারে ছুঁটছেন প্রার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে মতবিনিময়, সামাজিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রার্থীরা।

মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলামের সাথে উপজেলা ছাত্রলীগের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরুল আলম। সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, পৌরসভা কৃষকলীগ সাধারণ সম্পাদক মো. এনামুল হক, উপজেলা তাতীলীগ আহবায়ক মোরশেদ তালুকদার, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান বাদশা, মো. সেলিম প্রমুখ। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দল সমর্থিত প্রার্থীকে জয়যুক্ত করতে একাট্টা হয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post