রাঙ্গুনিয়ায় কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী আটক

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের দূর্গম বরখোলা মারমা পল্লীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মাসিং প্রু মারমার (৪০)

ফটিকছড়িতে সাড়ে ৪ হাজার কেজি চোরাই রাবার আটক
রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে প্রবাসীর পরিবার
 সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর উদ্যোগে ত্রাণ সামগ্রী-পিপিই বিতরণ

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের দূর্গম বরখোলা মারমা পল্লীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মাসিং প্রু মারমার (৪০) কে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী অংসিনু মারমা (৪৫) কে রাঙ্গুনিয়া থানা পুলিশ গ্রেপ্তার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার জঙ্গল সরফভাটা বরখোলা মারমা পল্লীতে রোববার সন্ধ্যার দিকে জনৈক অংসিনু মারমা ভাত না পেয়ে স্ত্রীর সাথে তর্কে জড়িয়ে পড়ে। পরে রাগ¦ানিত হয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহুর্তে স্ত্রী মাসিংয়ের পুরো শরীরে আগুনে ধরে যায়। এলাকাবাসি মাসিং প্রুকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরদিন সোমবার সন্ধ্যায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসিং।

এ ঘটনায় মাসিংয়ের ভাই বাদী হয়ে স্বামী অংসিনু মারমাকে আসামি করে রাঙ্গুনিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতে স্ত্রী হত্যার অভিযোগে অংসিনু মারমাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেলে আদালতে স্ত্রী হত্যা দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গতকাল মাসিং প্রু মারমার লাশ ময়নাতদন্ত শেষে বড়খোলা পাড়ায় দাহ করা হয়েছে।