রাতের আঁধারে চলছিল পাহাড় কাটা, হাজির ভ্রাম্যমাণ আদালত; দেড় লক্ষ টাকা জরিমানা

মো: আল আমিন, স্টাফ রিপোর্টার।
খাগড়াছড়ির দীঘিনালায় রাতের আঁধারে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পাহাড় কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয় নগত দেড় লক্ষ টাকা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন কলেজ টিলা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারার বিধান লঙ্ঘন করে পাহাড় কাটায় এ জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিতেই একটি চক্র রাতের আঁধারে পাহাড় কাটছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। পাহাড় কাটায় জড়িত ব্যক্তি মো: রুমান কে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।