রামগড়ের আলোচিত গণধর্ষণের ঘটনায় ৩জন গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় এক নারীকে গণধর্ষনের ঘটনায় ৩ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিশেষ টীম অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে রামগড়ের নাকাপা থেকে ইউসুফ, রানা ও ফয়সালকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরো জানান, ‘গত ২২ আগস্ট রাতে নাকাপা এলাকায় ধর্ষকেরা এক নারী ও তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির পাশে কলা বাগানে নিয়ে যায়। এসময় মেয়ে দৌড়ে পালালেও ধর্ষকেরা ঐ নারীকে গণধর্ষণ করে। পরে মেয়ের চিৎকারের স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকেরা দৌড়ে পালয়ে যায়। যেহেতু কোনো রকম আলামত ছিলো না, তাই অপরাধীদের আইনের আওতায় আনাও ছিলো কঠিন চ্যালেঞ্জিং। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের এর পাশাপাশি ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করে পাহাড়ের নারী ও ছাত্র সংগঠন। গ্রেফতারকৃতদের আদালতে তোলা হয়েছে বলে জানান পুলিশ মুক্তা ধর।